মাইলস্টোনে বিমান দুর্ঘটনা
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমানের বিধ্বস্ত ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। ছাড়পত্রপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০)।
সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিশুর জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং প্রতিটি আহত শিশুর সুচিকিৎসা ও এক কোটি টাকা দেওয়ার দাবি জানান তারা। একইসঙ্গে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান অভিভাবকরা। মাইলস্টোন স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবিও করা হয়।
একবার এক ভালুক আর এক রাখালের খুব বন্ধুত্ব হয়ে গেল। বনের মধ্যে চলতে গিয়ে হঠাৎ রাখালের ঘুম পেল। ভালুককে সে বলল, কী করি বলতো বন্ধু? ভালুক বলল, ঠিক আছে বন্ধু, তুমি ঘুমাও। আমি তোমাকে পাহারা দিচ্ছি।